যে সব স্নায়ু কেন্দ্রীয় অংশ থেকে নির্দেশ বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায় তাদের কি ধরনের স্নায়ু বলে?

সঠিক উত্তর: মোটর
চেষ্টীয় স্নায়ু বা বহির্বাহী স্নায়ু (Efferent nerve):- এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অনুভূতি বয়ে নিয়ে যায় ইফেক্টর (Effector) বা কারক কোষে । মোটর নিউরনের স্নায়ুতন্র দিয়ে এরা তৈরি বলে এদের মোটর নার্ভ বা চেষ্টীয় স্নায়ু বলে।