পানি (4.4%) ও ইথানল 1000C(95.6%) এর সমস্ফুটন দ্রবনের স্ফুটনাঙ্ক কত?

সঠিক উত্তর: 78.30C
স্টার্চ হতে ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রস্তুত করা ইথানলের দ্রবণে প্রায় 12-15% ইথানলসহ স্বল্প পরিমাণে গ্লিসারিন, অ্যাসিট্যালডিহাইড, অ্যাসিটোন ও অধিকাংশ পানি মিশ্রিত থাকে । 'অংশ-কলাম' ব্যবহার করে এ মিশ্রণকে পাতিত করলে 78.1°C তাপমাত্রায় 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ পাতিত তরলরূপে পাওয়া যায় । এ মিশ্রণকে রেকটিফাইড-স্পিরিট বলে ।