PCl5⇋PCl3+Cl2+ এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোনদিকে সরে যাবে?

সঠিক উত্তর: ডান হতে বাম দিকে
PCl5 ↔️ PCl3+ Cl2বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ায় আয়তনের বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ডান থেকে বামে দিকে ধাবিত হবে। কিন্তু চাপ হ্রাস করলে বাম থেকে ডানে ধাবিত হবে।