নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় --

সঠিক উত্তর: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
কেন্দ্রীয় প্রকিয়াকরণ বা CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। এর মানে হলও একটি কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন করা হয় এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে। একটি কম্পিউটারের সকল প্রকারের কাজ সম্পন্ন এবং পরিচালনা করা হয় প্রসেসরের মাধ্যমে।