ভ্রুনের বিভিন্ন কোষ থেকে প্রাণীর বিভিন্ন অঙ্গ গঠণকে কী বলে?

সঠিক উত্তর: অরগানোজেনেসিস
অর্গানোজেনেসিস হল ভ্রূণের বিকাশের পর্যায় যা গ্যাস্ট্রুলেশনের শেষে শুরু হয় এবং জন্ম পর্যন্ত চলতে থাকে। অর্গানোজেনেসিসের সময়, গ্যাস্ট্রুলেশন থেকে গঠিত তিনটি জীবাণু স্তর জীবের অভ্যন্তরীণ অঙ্গ গঠন করে।