মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত?

সঠিক উত্তর: 9:3:3:1
মেন্ডেল এর বংশগতির দ্বিতীয়সূত্র/স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস 'দুই বা ততােধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সঙ্করায়ন ঘটালে গ্যামিট সৃষ্টিকালে প্রতিটি বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন যুগলের স্বাধীন সঞ্চারণ বা বিন্যাস ঘটে এবং কোন একটি ফ্যাক্টর যুগলের সঞ্চারণ অন্য ফ্যাক্টর যুগলের উপর নির্ভরশীল নয়'। মেন্ডেলের ডািই হাইব্রিড ক্রস এর ফেনোটাইপিক অনুপাত 9:3:3:1।