একটি আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি । 10×10-2 সেকেন্ডের মধ্য প্রবাহিত তড়িৎ প্রবাহের মান 8A থেকে 10A এ বাড়ানো হলে বর্তনীতে আবিষ্ট তড়িৎ চালক বলের মান কত হবে?

সঠিক উত্তর: 200 V
যদি বাহ্যিক কোন বলের সাহায্যে ঐ মুক্ত ইলেকট্রনগুলিকে পরিবাহীর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে চলতে বাধ্য করা হয়, তবে পরিবাহীতে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এই বাহ্যিক বলকে তড়িৎ-চালক বল।