গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর: অপাদানে শূন্য
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। মূলত গাড়ি স্টেশন ছাড়ল ব্যক্যটির মাধ্যমে বিচ্যুত বা অপসারিত বুঝানো হয়েছে এবং স্টেশন শব্দের শেষে বিভক্তি শূন্য তাই বাক্যের কারক বিভক্তি এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি অথবা অপাদানে শূন্য। অপাদান কারকের উদাহরণ বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে।গৃহীত শুক্তি থেকে মুক্তো মেলে।জাত জমি থেকে ফসল পাই।বিরত পাপে বিরত হও।দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।রক্ষিত বিপদ থেকে বাঁচাও।আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু।ভীত বাঘকে ভয় পায় না কে?