নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ?

সঠিক উত্তর: ইউটিউব
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম - এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম । মার্ক জুকারবার্গ 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন । জ্যাক ডর্সি 2006 সালের 21 মার্চ টুইটার প্রতিষ্ঠা করেন । ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতা হলেন কেভিন সিসস্ট্রোম এবং মাইকক্রিপার । অন্যদিকে ইউটিউব শুধু ভিডিও শেয়ারিং এ ব্যবহৃত হয় ।