'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?

সঠিক উত্তর: কালীপ্রসন্ন সিংহ
কালীপ্রসন্ন সিংহ কলকাতা ও এর পাশ্ববর্তী এলাকার মানুষের কথ্যভাষাকে সর্থকভাবে হুতোম প্যাঁচার নকশা'য় প্রয়োগ করেন। তৎকালীন সমাজব্যবস্থার ক্ষত অত্যন্ত বেদনার সাথে তিনি এ গ্রন্থে উপস্থাপন করেন। এটি নকশা উপন্যাস নয়, সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা।