পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা -

সঠিক উত্তর: মাকসুদুল আলম
পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা ছিলেন মাকসুদুল আলম। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকসুদুল আলমের পাটের জীবন রহস্য আবিষ্কারে ঘোষণা দেন। 2016 সালে মাকসুদুল আলমকে কাজের স্বীকৃতি হিসেবে 'স্বাধীনতা পুরস্কার' দেওয়া হয় ।