পুতুল নাচের ইতিকথা -এর লেখক হলেন--

সঠিক উত্তর: মানিক বন্দোপাধ্যায়
মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা। এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট। এি উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।