আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

সঠিক উত্তর: ওয়ািশংটন ডিসি
১৯৪৪ সালে যুক্তফ্রন্ট এর নিউহ্যাম্পশায়ারের ব্রেটেন উডস নামক স্থানে আইএমএফ প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রেটন উডস ইন্সটিটিউশন বলতে দুটি প্রতিষ্ঠানকে বুঝায়। যথাঃ world bank & IMF. সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।