If A attends a party, B will not attend. C will attend only if both A and D attend. E will attend only if both and D attend. F will attend if any three attend. Out of these total 6 persons, miximum how of them can you expect that they will attend the party?

Correct Answer: 4
প্রদত্ত তথ্য অনুসারে প্যাটার্ন তৈরি করলে পাই i. A উপস্থিত হলে B উপস্থিত হবে না, অর্থাৎ AB ii. C যাবে তখনই, যদি A ও D উভয়েই attend করে, অর্থাৎ C→A + D iii. E যাবে তখনই, যদি B ও D উভয়েই attend করে অর্থাৎ E→B + D iv. F যাবে তখনই, যদি অন্য সেকোনো তিনজন attend করে অর্থাৎ F → another three মানে, ADC – ও হতে পারে অথবা BDE – ও হতে পাতে পারে। এখানে বিরোধী অবস্থান শুধুমাত্র A ও B এর। A গেলে ACDF যাবে আর B গেলে BDEF যাবে। অর্থাৎ সর্বোচ্চ যাবে ৪ জন।