জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খন্ড বাক্য এর পরে কি বসে ?

সঠিক উত্তর: কমা
Hints: জটিল বাক্য অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা ব্যবহৃত হয়। অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারনা করতে কোলন ব্যবহৃত হয়। একাধিক স্বাধীন বাক্যকে একত্রে লিখতে সেমিকোলন এবং বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি ব্যবহৃত হয়।