জাতীয় স্মৃতিসৌধের ফলকঃ

সঠিক উত্তর: ৭ টি
জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭ টি ।এর অপর নাম "সম্মিলিত প্রয়াস"। ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত । ১৯৫২ এর ভাসা আন্দোলন , ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন ,১৯৬২ এর শিক্ষা আন্দোলন ,১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন ,১৯৬৯ এর গণঅভুজথান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।