During our Liberation War of 1971, how many Sector Commanders, in total, were in charge of the 11 different sectors in different phases?

Correct Answer: 10
# ১৯৭১ সালে ১১ সেক্টরে বাংলাদেশকে ভাগ করেন- কর্নেল এম. এ.জি ওসমানী।# নিয়মিত কোনো কমান্ডার ছিলো না - ১০নং সেক্টরে। # মুক্তিযোদ্ধকালীন ফোর্স ছিলো ৩টি [K ফোর্স /S ফোর্স / Z ফোর্স) # মুক্তিযুদ্ধের সময় ১১ সেক্টরে মোট কমান্ডার ছিলেন - ১৮ জন।মুক্তিযুদ্ধে চলাকালিন ১১ টি সেক্টরের প্রধান বা কমান্ডার গনসেক্টরকমান্ডার বা প্রধানের নাম১জিয়াউর রহমান, রফিকুল ইসলাম২খালেদ মোশাররফফ, এ.টি.এম. হায়দার৩কেএম শফিউল্লাহ, এ.এন.এম নুরুজ্জামান৪চিত্তরঞ্জন দত্ত,৫মেজর মীর শওকত আলী৬এ.কে. এম বাশার৭নাজমুল হক (দুর্ঘটনায় নিহত), কাজী নুরুজ্জামান৮আবু ওসমান চৌধুরী, মেজর এম.এ মঞ্জুর৯মেজর এম.এ জলিল, মেজর জয়নুল আবেদিন১০প্রযোজ্য নয়১১মেজর জিয়াউর রহমান, মেজর আবু তাহের, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান, কাদের সিদ্দিকী, গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।