নিচের কোন পন্থাটি ব্যবহার করে কোন কোম্পানির বিলোপসাধন করা যায়না?

সঠিক উত্তর: শেয়ারমালিকগনের দ্বারা
১৯৯৪ সালের কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানির বিলোপ সাধন করতে হয়। বিলোপ সাধন প্রক্রিয়ার অর্থ হলো কোম্পানির ব্যবসায় বন্ধ করে দিয়ে এর সম্পত্তি ও সম্পদসমূহ বিক্রয়লব্ধ অর্থ পাওনাদার এবং শেয়ারমালিকদের মধ্যে বন্টন করে দেয়া। কোম্পানি আইনের ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতিগুলো হচ্ছে নিম্নরূপঃ শেয়ার মালিকগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসায়ন, পাওনাদার কতৃক স্বেচ্ছাকৃত অবসায়ন, আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন ও আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত অবসায়ন।