দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৬। সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির ৪ গুণ হলে সংখ্যাটি কত?

সঠিক উত্তর: ৩৬
[***প্রশ্নে ভুল আছে। "সংখ্যাটি তাঁর অংকদ্বয়ের সমষ্টির ৪ গুণ" হবে] ধরি, দশক স্থানীয় অংকটি Y. তাহলে, সংখ্যাটি = ১০Y + ৬ সংখ্যাটির অংকদ্বয়ের যোগফল = Y + ৬ প্রশ্নমতে, ১০Y + ৬ = ৪(Y + ৬) বা, ১০Y + ৬ = ৪Y + ২৪ বা, ১০Y - ৪Y = ২৪ - ৬ বা, ৬Y = ১৮ বা, Y = ৩ সুতরাং, সংখ্যাটি = ৩৬।