সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ আছে?

সঠিক উত্তর: ২৭নং অনুচ্ছেদে
২৭ নং অনুচ্ছেদ - ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাল্ভের অধিকারী’। ৩১ নং অনুচ্ছেদ - ‘আইনের আশ্রয় লাভের অধিকারী’। ৩২ নং অনুচ্ছেদ - ‘জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার - রক্ষণ’। ৩৪ (১) নং অনুচ্ছেদ - ‘জবরদস্তি শ্রম নিষিদ্ধ’।