'হাসান নিয়মিত পড়াশুনা করে বলে পুরস্কার পায়।'- এই জটিল বাক্যের সরল রুপ হলো-

সঠিক উত্তর: নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
হাসান নিয়মিত পড়াশোনা করেন বলেই পুরস্কার পায়। (জটিল বাক্য) = নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়। ( সরল বাক্য) সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র কর্তা ( উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য। উপরোক্ত বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় আছে। তাই প্রদত্ত বাক্যটি সরল বাক্য।