'কত ছবি, কত গান 'এর লেখক-

সঠিক উত্তর: খোন্দকার মো: ইলিয়াস
খোন্দকার মোহাম্মদ ইলিয়াস ১৯২৩ সালের ৩রা মে সিরাজগঞ্জ জেলার কড়িপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।দেশ বিভাগের আগে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ -এ সাংবাদিকতা দিয়ে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে 'ইত্তেহাদ' ও সাপ্তাহিক 'যুগের দাবী'তেও কাজ করেছেন। খন্দকার ইলিয়াস ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে ন্যাপ গঠনের সময় থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি দলটির নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন।তার উল্লেখযোগ্য রচনা ভাসানী যখন ইউরোপে (১৯৫৭), কতো ছবি কতো গান (১৯৬৮), মুজিববাদ (১৯৭২), প্রসঙ্গ শেখ মুজিব(১৯৮৭) , রাষ্ট্রভাষা আন্দোলন।১৯৯৫ সালের ১৭ই নভেম্বর তিনি বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।