বাংলাদেশে লেখা বেশ সহজ। লেখার সাথে সত্যিকারের দায়িত্ব না থাকলে কেহ আপত্তি করে না । ভুল লেখলে কেহ সংশোধন করে না, মিথ্যা লেখলেও কেহ প্রতিবাদ করে না । ছেলেখেলার মতো লেখাও প্রথম শ্রেণীর ছাপার কাগজে প্রকাশিত হয়। বন্ধুরা বন্ধুকে প্রতিনিয়ত উৎসাহ দেয়, শক্ররা নয় ।

সঠিক উত্তর: লেখক ও পাঠকের দায়িত্বহীনতা
বাংলাদেশে লেখা বেশ সহজ। বাংলাদেশে প্রতিদিন অহরহ পত্রিকায় অজস্র লেখা ছাপা হয়। তন্মধ্যে কোনটি জরুরি, কোনটি বিজ্ঞপ্তি, আবার কোনটি সাহিত্য বিষয়ক। সাহিত্যবিষয়ক রচনাগুলির ব্যাপারে লেখক ও পাঠক উভয়ের দায়িত্ব অপরিসীম। কারণ যদি লেখক এমন কিছু রচনা করেন যা কারো নকল, সেটা পাঠকদের জন্য ও বিরক্তের কারণ। তাই সঠিক উত্তর : লেখক ও পাঠকের দায়িত্বহীনতা।