”সকলকে মরতে হবে”-বাক্যে ”সকলকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর: কর্মকারকে দ্বিতীয়া
”সকলকে মরতে হবে” - বাক্যে ”সকলকে” শব্দটি কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। যেমন - সকলকে মরতে হবে।