জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুঘটনায় নিহত হয়েছিল-

সঠিক উত্তর: ডগ হামারশোল্ড
জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ডগ হামারশোল্ড (ইংরেজিতেঃ Dag Hammarskjöld; জন্মঃ ২৯ জুলাই, ১৯০৫ - মৃত্যুঃ ১৮ সেপ্টেম্বর, ১৯৬১) বিমান দুর্ঘটনায় নিহত হন। তিনি সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম ডগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন। অন্যদিকে কুর্ট ওয়াল্ডহেইম, ট্রিগভে লাাই যথাক্রমে প্রথম ও তৃতীয় মহাসচিব।