পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

সঠিক উত্তর: ভূমিকম্প
উল্লিখিত অপশনগুলোর মধ্যে বন্যা, খরা ও ঘূণিঝড় প্রত্যক্ষ বা পরোক্ষ পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয় উল্লেখ্য, ভূগাঠনিক আলোড়নের ফলেই ভূমিকম্পের সৃষ্টি আর পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের ক্রিয়ায়, ভূগর্ভে সন্ধি বাষ্পের চাপে এবং পৃথিবীর বিভিন্ন অংশের শিলাগুয়ে ওপর চাপের তারমম্যের কারণে ভূআলোড়ন সংঘটিত হয় ।