বঙ্গবন্ধু 'অসমাপ্ত আত্মজীবনী' কোন কারাগারে বন্দী থাকা অবস্থায় লিখেন?

সঠিক উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগার
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার।বাখ্যাঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে চেয়ে চেয়ে ভাবছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কথা। ………।হঠাৎ মনে হল লিখতে ভাল না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি?উৎসঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’, পৃষ্টা -১।অবস্থাদৃষ্টে মনে হয়, লেখক তাঁর এই আত্মজীবনীটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে রচনা শুরু করেন।-'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ১ নং টিকা।