রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?

সঠিক উত্তর: বনফুল
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাহিনীকাব্য হলো - বনফুল।বনফুল প্রকাশিত হয় ১৯ বছর বয়সে।তিনি এটি "জ্ঞানাঙ্কুর" ও প্রতিবিম্ব" পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ করেন।১৮৭৮ সালে রচিত হয় কবি কাহিনী, ১৮৮০ সালে রচিত হয় বনফুল