রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-

সঠিক উত্তর: রক্তকরবী
রক্তকরবী’ (১৯২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। এ নাটকের ধনের ওপর ধান্যের, শক্তির ওপর প্রেমের এবং এবং মৃত্যু ওপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।