কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

সঠিক উত্তর: নীলদর্পণ
নীলদর্পণ গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল। নীলদর্পণনীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।নীলদর্পণ নাটকের চরিত্রসমূহ গোলকচন্দ্র বসু, একজন সম্ভ্রান্ত লোক নবীন মাধব, গোলক বসুর বড় ছেলে বিন্দু মাধব, গোলক বসুর ছোট ছেলে সাধু চরণ, গোলকের প্রতিবেশী রাইয়ত রায় চরণ, সাধু চরণের ছোট ভাই গোপীনাথ, নীলকরের দেওয়ান তোরাপ, একজন প্রতিবাদী চরিত্র আই আই উড, প্রধান নীলকর পি পি রোগ, উডের ছেলে জমির পরিমাপকারী আমিন খালাসী, নীল সংগ্রাহক সাবিত্রী, গোলক বসুর স্ত্রী সৈরিন্দ্রী, নবীন মাধবের স্ত্রী সরলতা, বিন্দু মাধবের স্ত্রী রেবতী, সাধু চরণের স্ত্রী ক্ষেত্রমনি, সাধুচরণ ও রেবতীর মেয়ে আদুরি, গোলকের বাড়ির কাজের মেয়ে পদী ময়রানী, বিনোদনকারিনী রায় চরণ