উপকূলে পর পর ২টি জোয়ার এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকে?

সঠিক উত্তর: ১২ ঘন্টা
উপকূলের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাঁটা হয়। কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়। সুতরাং একটি জোয়ারের পর আর একটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধাব ১২ ঘন্টা।