শরৎচন্দ্রের রচনা কোনটি?

সঠিক উত্তর: দেবদাস
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘দেবদাস'। তার এ উপন্যাসে ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি প্রকাশ পেয়েছে। তার উল্লেখযােগ্য উপন্যাস - গৃহদাহ, পথের দাবী, শ্রীকান্ত (৪ খণ্ড), পল্লীসমাজ, চরিত্রহীন। পদ্মরাগ’ রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস। 'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী।