কোনটি বাংলাদেশের ব্যাংক নোট নয় ?

সঠিক উত্তর: ২ টাকা
২ টাকা ব্যাংক নোট নয় (এটি সরকারি নোট)। বাংলাদেশ সরকারি নোট মোটি তিনটি । যথা : ১ টাকা , ২ টাকা ও ৫ টাকার নোট। সরকারি নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশে বর্তমান ব্যাংক নোট ৬ টি । যথা: ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা। বাংলাদেশ ব্যাংক এ টাকাগুলো বের করে এবং এ নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।