কাজী নরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

সঠিক উত্তর: অগ্নিবীণা
রচয়িতাসাহিত্যকর্মধরণনজরুলবিদ্রোহী(৪০,৩১,২২,১৮বিসিএস)দ্বিতীয় কাব্য, অগ্নিবীণা(কাগ্র)নজরুলঅগ্নিবীণা(৪৪বিসিএস)কাগ্র (১৯২২)নজরুলফণিমনসা(২৪বিসিএস)কাগ্রনজরুলচিত্তনামাকাগ্র বিদ্রোহীবিদ্রোহী কাব্য, নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।(৪০বিসিএস) ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে, নজরুল, বিদ্রোহী কবিতা লেখেন। ১৯২২ সালে ৬ জানুয়ারি, সাপ্তাহিক বিজলী পত্রিকায়, বিদ্রোহী  প্রথম প্রকাশিত হয়।(৪০বিসিএস)