”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

সঠিক উত্তর: সৈয়দ শামসুল হক
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান” - - পঙ্‌ক্তিটি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।