"আকাশে "তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস"- এ বাক্যে 'আকাশ 'শব্দটি কোন কারকে কোন বিভক্তি

সঠিক উত্তর: অধিকরণে ৭মী
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। এটি ঐকদেশিক অধিকরণ কারক।