জসীমউদ্‌দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর: রাখালী
জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬) ➤ জসীমউদ্দীনের রচনা – ঠাকুরবাড়ির আঙিনায়। ➤ তার রচিত একমাত্র উপন্যাস – ‘বোবাকাহিনী’। ➤ জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনিকাব্য – নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতা যে ছন্দে রচিত – মাত্রাবৃত্ত। ➤ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ – এক পয়সার বাঁশী। ➤ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো – প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ। ➤ ‘The Field of the Embroidered Quilt’ কাব্যটি কবি জসীমউদ্দীনের যে কাব্যের ইংরেজি অনুবাদ – নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতায় পঙক্তি রয়েছে – ১১৮টি। ➤ জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে – নকশী কাঁথার মাঠ। ➤ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা – জসীমউদ্দীন। ➤ ‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা – জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি – ফরিদপুর জেলায়। ➤ জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত – ধানক্ষেত। ➤ ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য – কাহিনি কাব্য। ➤ পল্লীকবি জসীমউদ্দীন মারা যান – ১৯৭৬ সালে। ➤ ‘পল্লীকবি’ কাকে বলা হয় – জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যের রচয়িতা – জসীমউদ্দীন। ➤ ’কবর’ কবিতাটি যে কবির রচনা – জসীমউদ্দীন। ‘ ➤ কবি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ – চলে মুসাফির। ➤ জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – রাখালী। ➤ কবি জসীমউদ্দীনের জীবনকাল – ১৯০৩ - ১৯৭৬ ➤ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – রাখালী। ➤ জসীমউদ্দীনের ’কবর’ কবিতা যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় – কল্লোল। ➤ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন যে কবি – জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যটির রচয়িতা – পল্লীকবি জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের নাটক – বেদের মেয়ে।