টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়-

সঠিক উত্তর: তড়িৎ শক্তি
প্রশ্ন: টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় - - - - উত্তর : তড়িৎ শক্তি বর্ণনা: আমরা যখন কথা বলি তখন প্রেরক যন্ত্র শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এবং ইহার টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। টেলিফোনে কথা বলা = = প্রথমে শব্দ শক্তি প্রয়োগ যন্ত্রে , তারপর তড়িৎ শক্তি তারের মধ্য দিয়ে শব্দ শক্তিকে গ্রাহক যন্ত্রে পৌঁছে দেয়।