নিচের কোনগুলি সমষ্টি বিশেষ্যের উদাহারণ-

সঠিক উত্তর: পরিবার ও মিছিল
নিচের বিশেষ্য পদে সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। এটি দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, জাতি স্থানের সমষ্টি, কাজ বা গুণের সমষ্টি বোঝায়। যেমন- পরিবার, মিছিল, মাহফিল, জনতা সমিতি, সভা, দল ইত্যাদি। প্রশ্নের উল্লেখিত অপশনে পরিবার ও মিছিল সমষ্টি বিশেষ্য পদ।