”জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে”—এটি কার উক্তি?

সঠিক উত্তর: সুফিয়া কামাল
এই উক্তিটির জননী সাহসিকা সুফিয়া কামাল এর উক্তি। উনি ১৯১১ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বেগম সুফিয়া কামাল হলেন বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি।সাঁঝের মায়া, ইতল বিতল, একাত্তরের ডায়েরি ইত্যাদি উনার উল্লেখযোগ্য সৃষ্টি।  অনেক কথার গুঞ্জন শুনিঅনেক গানের সুরসবচেয়ে ভাল লাগে যে আমার‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতেকৃষাণ দুপুরবেলাক্লান্তি নাশিতে কন্ঠে যে তারসুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনেরসেই গান চলে ভেসেজন্মেছি মাগো তোমার কোলেতেমরি যেন এই দেশে।