কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়?

সঠিক উত্তর: ক্লিমেনসেন বিজারনে
সংজ্ঞাঃ জিংক অ্যামালগাম Zn-Hg ও গাঢ় HCl দ্বারা অ্যালডিহাইড বা কিটোনকে বিজারিত করলে কার্বনিল মূলকটি = C = 0 বিজারিত হয়ে মিথিলিন -CH2- মূলকে পরিণত হয়।ক্লিমেনসন বিজারণ হলো একটি রাসায়নিক বিক্রিয়া, যেখানে জিংক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে কিটোন (বা অ্যালডিহাইড) এর বিজারণ ঘটিয়ে অ্যালকেনে পরিণত করা হয়। এই বিক্রিয়ার নামকরণ হয়েছে ড্যানিশ রসায়নবিদ এরিক ক্রিশ্চিয়ান ক্লিমেনসনের নামানুসারে।