কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম?

সঠিক উত্তর: পানি
পানি পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম । পানি এমন একটি পদার্থ যা ব্যতিক্রমধর্মী প্রসারণ প্রদর্শন করে । 4ডিগ্রীC তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । তরল পানিকে বরফে পরিণত করলে পানির আয়তন বাড়ে । অর্থাৎ একই আয়তনের বরফের ওজন একই আয়তনের পানি অপেক্ষা কম । অর্থাৎ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় পানির ঘনত্ব কম ।