পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?

সঠিক উত্তর: ধর্মপাল
পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার, পাল বংশের ২য় রাজা ধর্মপাল নির্মাণ করেন।নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার।৮ম-৯ম শতকের দিকে এ বিহার নির্মাণ হয়। = স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন-১৮৭৯ খ্রিস্টাব্দে।ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে ১৯৮৫ খ্রিস্টাব্দে।