‘না বুঝে বোঝার ভন্ডামি করে পাচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না । ’ -উক্তিটি কার?

সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের 'আমার পথ' প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন: স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে;"আমি আছি” এই কথা না বলে সবাই বলতে লাগলাম “গান্ধীজি আছেন” " যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলেতার ওপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে।না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না।একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে।