‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড় । ’- সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার?

সঠিক উত্তর: উমিচাঁদ
উমিচাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:জন্মগতভাবে লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন উমিচাঁদ।"আমি চিরকালই ইংরেজের বন্ধু। মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি - উমিচাঁদ বলেন হলওয়েল হল- গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন রাখব।" উক্তিটি- উমিচাদের।বজায় ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।' উক্তিটি উমিচাদের।নিজেকে দওলতের পূজারি বলে পরিচয় দেন- উমিচাঁদ