ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?

সঠিক উত্তর: চারটি
"বায়ান্নর দিনগুলি' রচনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:কাগজের টুকরোগুলোতে বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন -৪টি। তার বাবা শেখ লুৎফর রহমানকে, স্ত্রী রেণুকে, শহীদ সাহেবকে ও মাওলানা ভাষানী সাহেবকে। বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু আসা করে। উক্তিটি সিভিল সার্জনের মুক্তির অর্ডার পাবার পরে বঙ্গবন্ধু বাড়ি পৌঁছালো-৫দিন পর ।' অসমাপ্ত আত্মজীবনী'- বইটিতে স্থান পেয়েছে-১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা।আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। রেণুর (বঙ্গবন্ধুর স্ত্রী)।অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। উক্তিটি-শেখ মুজিবুর রহমানের।