কোনটি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ?

সঠিক উত্তর: কালের ধুলোয় লেখা
কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:আত্মস্মৃতি: কালের ধুলোয় লেখা, স্মৃতির শহর ।শিশুতোষ : এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে খুকীর হাতে, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া।কাব্য: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম কাব্য), রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, এক ফোঁটা কেমন অনল, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।উপন্যাস অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুদ আঁধার এক, এলো সে অবেলায়।