গী দ্য মোপাসা কোন দেশের লেখক?

সঠিক উত্তর: ফ্রান্স
গী দ্য মোপাসাঁ ১৮৫০ খ্রিষ্টাব্দের ৫ই আগস্ট ফ্রান্সের নর্মান্ডি শহরেজন্মগ্রহণ করেন।তার পুরো নাম: Henri Renri - Albert Guy de Maupassant তাঁর পিতার নাম- গুস্তাভ দ্য মোপাসাঁ ও মায়ের নাম লরা লি পয়টিভিন(Laure Le Poittevin)।তিনি একাধারে একজন বিখ্যাত কবি, গল্পকার এবং ঔপন্যাসিক। তিনি সাহিত্যজগতে পদার্পণ করেন- ১৮৮০ সালে।গী দ্য মোপাসাঁ ১৮৯৩ খ্রিস্টাব্দের ৬ই জুলাই, মৃত্যুবরণ করেন ।