নিচের কোনটি আল মাহমুদের উপন্যাস?

সঠিক উত্তর: কবি ও কোলাহল
# কবি আল মাহমুদের প্রকৃত নাম: মির আবদুস শুকুর আল মাহমুদ ।# তিনি জন্মগ্রহণ করেন- ১১ জুলাই ১৯৩৬ খ্রিস্টাব্দ; ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রাম।# মৃত্যুবরণ করেন- ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি: ধানমন্ডি, ঢাকা।কবি আল মাহমুদের সাহিত্যকর্ম:কাব্যগ্রন্থলোক-লোকান্তর, কালের কলস, কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, মায়াবি পর্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, মিথ্যেবাদী রাখাল, দ্বিতীয় ভাঙন, নদীর ভিতরে নদী, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি।উপন্যাসডাহুকী, নিশিন্না নারী, আগুনের মেয়ে, কবি ও কোলাহল, পুরুষ সুন্দর, উপমহাদেশ।প্রবন্ধকবির আত্মবিশ্বাস, দিনযাপন, নারী নিগ্রহ ইত্যাদি।গল্পগ্রন্থপানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, প্রেমের গল্প, ময়ূরীর মুখ।শিশুতোষপাখির কাছে ফুলের কাছে (কাব্যগ্রন্থ)।জীবনীগ্রন্থযেভাবে বেড়ে উঠি।