'রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।'- উক্তিটি কার?

সঠিক উত্তর: নুরুল হুদা
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের নুরুল হুদা বলেন: ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ‘রেইনকোট’ গল্পের গুরুত্বপুর্ণ কিছু লাইন• কিসিনজার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার।• আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী।• বিবিসি কইছে, রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। • উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিনসিপ্যালের সুবিধা হয় না। • কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট।